টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ, আটক ১

fec-image

টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ জমির উদ্দিন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পশ্চিমপাড়া থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত যুবক হলেন, একই ইউনিয়নের খারাংগাঘোনা এলাকার মৃত আইয়ুব আলী ছেলে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে তারই নেতৃত্বে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র সঙ্গীয় ফোর্সসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কাটাখালী পশ্চিম পাড়া গোলাম আকবর মেম্বারের গ্যারেজের সামনে কক্সবাজারগামী পাকা রাস্তায় চেকপোস্টে ডিউটিকালে হোয়াইক্যং দিক থেকে আসা একটি মোটরসাইকেল পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপাস্টের অনুমান ১০০ গজ দূরে মোটরসাইকেলটি থামায়।

পরে সন্দেহ হলে মোটরসাইকেলের দিকে এগিয়ে গেলে চালক ও এক আরোহী মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় একজনকে আটক করতে সক্ষম হয়। তার অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে মোটর সাইকেল তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন