parbattanews

টেকনাফে ৩ ইউনিয়নে ৯৫২ পরিবার প্রতিবন্ধী শনাক্তকরণ জরীপ সম্পন্ন

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:                                         
টেকনাফে ৩ ইউনিয়নে ৯৫২ পরিবারে প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরীপ সম্পন্ন হয়েছে। বাকী পরিবারগুলোতে দ্রুতগতিতে জরীপ চালিয়ে যাচ্ছ্ বলে টেকনাফ সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে। এতে টেকনাফ পৌরসভা, হ্নীলা, বাহারছড়া ইউনিয়নে গত ৯জুন হতে এ পর্যন্ত ৯৫২ পরিবারে জরীপ কাজ সম্পন্ন করছে। তার মধ্যে ৮৪ জন প্রতিবন্ধী  সংখ্যা পাওয়া গেছে। 

শনাক্তকৃত প্রতিবন্ধী ব্যক্তির প্রাপ্য সুবিধার মধ্যে রয়েছে- নিবন্ধন ও পরিচয়পত্র প্রাপ্তি, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, সূদমুক্ত ক্ষুদ্র ঋণ, গণপরিবহনে  আসন সংরক্ষণ, সংরক্ষিত কোটায় সরকারী চাকরী ইত্যাদি। টেকনাফ উপজেলা সমাজসেবা অফিসার আবদুল মান্নান জানান- গত ৯ জুন থেকে টেকনাফ উপজেলা ব্যাপী প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরীপ ২০১৩ শুরু হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- প্রতিবন্ধী জরীপে অংশ নিন- দিন বদলের সুযোগ দিন। সকল ধরণের প্রতিবন্ধী এই জরীপের আওতায় আসবে। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জরীপ চালানো হচ্ছে। বর্তমানে টেকনাফ উপজেলায় ৪৮৭ জন প্রতিবন্ধী মাসিক ৩০০ টাকা হারে ভাতা পাচ্ছে। তাছাড়া ৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী  শিক্ষা উপবৃত্তি পাচ্ছে। তম্মধ্যে প্রাথমিক স্তরে ৪৯ জন, মাধ্যমিক স্তরে ১০ জন ও উচ্চ মাধ্যমিক স্তরে ১ জন । উপরন্তু ৪হাজার ২৫৩ জন বয়স্ক ভাতা, ১হাজার ১৫৭ জন বিধবা ভাতা ও ১২ জন মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। টেকনাফ উপজেলা সমাজসেবা অফিসে চরম জনবল সংকট রয়েছে। মোট ১২টি মঞ্জুরীপদের মধ্যে ৭টি পদই শূণ্য রয়েছে।  

Exit mobile version