parbattanews

টেকনাফে ৩ কেজি আইসসহ রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ পৌরসভায় ৩ কেজি ভয়ানক মাদক ক্রিস্টাল মেথ আইসসহ মাদক কারবারী চক্রের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

১লা অক্টোবর (শুক্রবার) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের র‌্যাব সদস্যরা টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ শাপলা চত্বরের সামনে আল মদিনা গ্লাস এন্ড হার্ডওয়্যারের সামনের প্রধান সড়ক থেকে আইসসহ তাকে আটক করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযানে গেলে মাদককারবারি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে জনৈক জহুর উদ্দিনের ভাড়াবাসায় অবস্থানকারী রোহিঙ্গা মৃত তাজর মুল্লুকের পুত্র আব্দুল লফিত (৬৪) কে ১টি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশী করে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Exit mobile version