parbattanews

টেকনাফে ৫টি স্বর্ণের বার উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ৭২.১৫ ভরি ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার ভোরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার সংলগ্ন এলাকায় নাফনদীতে অভিযান চালিয়ে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে, দমদমিয়া বিওপির সদস্যরা মিয়ানমার থেকে ইয়াবা আসার গোপন সংবাদে নাফনদীতে অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে একটি মাছ ধরার নৌকা সংকেত দিলে নৌকাতে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। পরে নৌকায় থাকা একজোড়া সেন্ডেলে তল্লাশী চালিয়ে ৫টি স্বর্ণের বার উদ্ধার কার হয়।

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে আসা একটি যাত্রীবাহী নৌকাতে অভিযান চালিয়ে ৮৩১.৫০ ওজনের ৫টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ২৯ লাখ ৯২ হাজার ৫‘শ টাকা বলেও তিনি জানান।

Exit mobile version