parbattanews

টেকনাফে ৫০ হাজার ইয়াবা ও দু’টি ফিশিং বোটসহ আটক ৮

10962219_822189394518246_1762780764_n

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ উপজেলায় নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আট মাঝি-মাল্লাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় ইয়াবাবাহী দু’টি ট্রলার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ। তিনি জানান, নদী পথে মায়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার গোপন সংবাদে টেকনাফের শাহপরীরদ্বীপ বদর মোকামের নাফ নদীর মোহনায় টহল জোরদার করা হয়। এসময় ৫০ হাজার পিস ইয়াবা ও দু’টি ট্রলারসহ আট মাঝি-মাল্লাকে আটক করা হয়।

আটক সবাই মিয়ানমারের নাগরিক হলেও কক্সবাজারের মহেশখালী এলাকায় বসবাস করে। আটককৃতরা হচ্ছে, মংডু থানাধীন হারিপাড়ার মৃত হোসেনের ছেলে মোঃ নাজির আহমেদ (৪০), ফজল আহমদের ছেলে মোঃ আনিছুর রহমান (২০), মোঃ নাজির আহমেদের ছেলে মোঃ ওমর ফারুক (২৫), মোঃ হোসেনের ছেলে মোঃ হানিফ (২২), নাজির আহমেদের ছেলে মোঃ হাশেম (২০), আব্দুল খালেকের ছেলে মোঃ জিয়াউর রহমান (২০), আকিয়াব জেলার মংডু থানার ফয়েজীপাড়ার মৃত আবু ফয়েজের ছেলে মোঃ আইয়ুব আলী (৪৫), মোঃ নুর ইসলামের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৮)।

বিজিবির অধিনায়ক আরো জানান, আসামীদেরকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Exit mobile version