parbattanews

টেকনাফে ৫৭ ভরি স্বর্ণের গহনাসহ দুই পাচারকারী আটক

আটক

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে ৫৭ ভরি স্বর্ণের গহনাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। শনিবার (২ মে) দুপুর ২ টার দিকে হোয়াইক্যং চেকপোস্টের বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের বাসিন্দা মংডু থানাধীন মৃত রশিদ আহমদের ছেলে মো: হোছন (৩০) ও হোছন আহমদের স্ত্রী রুবিনা (২২)।

টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান, হোয়াইক্যং চেকপোস্টে কর্তব্যরত বিজিবির সন্দেহ হলে তাদের দাঁড়াতে বলা হয়। এক পর্যায়ে পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশি করে ২৫ লাখ ৮৬ হাজার ৫শ’ ৩৮ টাকার স্বর্ণ উদ্ধার করা হয়। তারা এই স্বর্ণ ভারতে পাচারের জন্য পাঁয়তারা করছিল।

জানা গেছে, প্রতিদিন টেকনাফ থেকে কাস্টম ইমিগ্রেশন ও বিজিবির চোখ গলিয়ে স্বর্ণ পাচার করা হচ্ছে বলে জানান সীমান্তের সাধারণ মানুষ। এভাবে প্রতিদিন কতিপয় অসাধু কর্তৃপক্ষের দেওয়া পাস কার্ড দেখিয়ে ডলার হুন্ডি স্বর্ণ ও ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে বলে সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে। একাধিক সোনা ও হুন্ডি এবং মাদক সহ আটক হয়েছে সিএন্ডএফ নামধারী সদস্যরা।

Exit mobile version