parbattanews

টেকনাফে ৫ কেজি আইস উদ্ধার, নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় অবৈধভাবে মাদক বহনের দায়ে একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায় নি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান- মিয়ানমার থেকে এদেশে মাদকের একটি বড় চালান পাচারের গোপন সংবাদ পেয়ে গত রবিবার রাতে নাজিরপাড়া বিওপি’র মির্জা জোড়া নামক এলাকায় জওয়ানরা কৌশলে কেওড়া বাগানে অবস্থান করে। এক পর্যায়ে টহলদল রাতে দুইজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মির্জা জোড়া নামক স্থানের দিকে আসতে দেখে। উক্ত সময় টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিগণ রাতের অন্ধকারের সুযোগে নৌকা থেকে নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল ওই স্থানে পৌঁছে নৌকাটি তল্লাশি করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে রাখা একটি পুটলার ভিতর হতে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। অবৈধভাবে মাদক বহন করায় নৌকাটিও জব্দ করা হয়।

তিনি আরো জানান, চোরাকারবারিদেরকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Exit mobile version