parbattanews

টেকনাফে ৫ বস্তা ইয়াবা উদ্ধার

টেকনাফে সীমান্ত এলাকা থেকে ৫ বস্তায় ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সংখ্যায় ৩ লক্ষ ৯০ হাজার ইয়াবার মূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা ওমর খাল এলাকা কেওড়া বাগানের ভেতর থেকে বিজিবি সদস্যরা এসব ইয়াবা উদ্ধার করে।

টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, খবর পাওয়াযায় ১৫ আগস্ট রাতে টেকনাফের হ্নীলা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

ইউনিয়নের দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাদিমোড়া ওমর খাল এলাকায় ২বিজিবির অধীনস্থ দমদমিয়া বিওপি’র বিশেষ টহলদল গোপনে অবস্থান গ্রহণ করে।

রাতের দিকে ৩/৪ জন ইয়াবা কারবারীকে প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে মিয়ানমারের লালদ্বীপ হতে ওমরখাল বরাবর বাংলাদেশের প্রবেশের সময় টহলদল দ্রুত তাদের চ্যালেঞ্জ করে।

চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সাথে থাকা ৫টি বস্তা ফেলে খালের পার্শ্বে দিয়ে কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়।

পরে টহলদল ইয়াবা কারবারীদের ফেলে যাওয়া বস্তা গুলো খুলে গণনা ঘরে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১১ কোটি ৭০ লক্ষ টাকা।

Exit mobile version