parbattanews

টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। শনিবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীবাজার এলাকা সংলগ্ন নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে বিজিবি-২ ব্যাটালিয়নের আওতাধীন টহলরত বিজিবির সদস্যরা মৌলভীপাড়া স্লুটচ গেট সংলগ্ন নাফ নদীর কিনারায় অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারিরা দুইটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে মোট ৭০ হাজার পিস ইয়াবাড়ি উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ২ কোটি ১০ লাখ টাকা। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বলেও জানান তিনি।

উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

Exit mobile version