parbattanews

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক-২

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।

বিজিবি সূত্রে জানায়, ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সদস্যরা মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে বিশেষ টহল দল নিয়ে নাফনদীর মধ্যবর্তী জইল্যাদিয়া দ্বীপে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি দু’টি বস্তা কাঁধে করে আসলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে দুইটি বস্তাসহ চট্টগ্রাম জেলার পটিয়া থানার শেয়ারী পাড়ার মৃত আব্দুস শুক্কুরের পুত্র মো. সাবের (২৬) এবং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের মো. আলী আহমদের পুত্র মো. করিম মোল্লাহ (২১) প্রকাশ করিমকে আটক করে ব্যাটালিয়ন সদরে নিয়ে যায়। পরে বস্তার ভিতর পাওয়া প্যাকেট গুলো গণনা করে ২ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যমানের ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ঘটনার সত্যটা নিশ্চিত করে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version