টেকনাফ ইসলামী ব্যাংকে শাখা পরিসর এবং লকার সার্ভিস উদ্বোধন

siddik teknaf news & Pic Teknaf 18.05 (1)

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ :   
বাংলাদেশ ইসলামী ব্যাংক লি.’র টেকনাফ শাখার “বর্ধিত শাখা পরিসর লকার সার্ভিস ” শুভ উদ্ধোধন  হয়েছে। এ উপলক্ষ্যে ১৮ মে সকাল ১০ টায় টেকনাফস্থ ইসলামী ব্যাংক কার্যালয়ে এক গ্রাহক সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক চট্টগ্রাম দক্ষিণ জোনের ইভিপি ও জোন প্রধান মুহাম্মদ মনিরুল মওলার সভাপতিত্বে নুর মোহাম্মদ এর কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ নেন । এতে টেকনাফ ইসলামী ব্যাংকের অফিসার্স ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান মো. শফিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেলিনা কাজী, কক্সবাজার ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জোবাইর আজম হেলালী, চকরিয়ার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপক শাহজাহান মনির। সভায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্থল বন্দরের জিএম মেজর (অবঃ) মাকছুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এম, এ হাশেম, জাহেদ হোসেন, হামজালাল মেম্বার, আবুল কালাম, হাফেজ উল্লাহ, প্রবীন শিক্ষক মিং ইউং মিন প্রমূখ। এছাড়া সভায় উপজেলা সমবায়, যুব উন্নয়ন, সমাজ সেবা, মহিলা বিষয়ক, প্রাণী সম্পদ কর্মকর্তা ও মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, টেকনাফ বর্ধিত শাখা পরিসর ও লকার স্থাপনের মাধ্যমে প্রমান করে ইসলামী ব্যাংক দেশ ও মানুষের সেবায় সর্বদা সচেষ্ট। এছাড়া ইসলামী ব্যাংক কোন রাজনৈতিক সংগঠনের স্বার্থে নয়, ইহা একটি ব্যবসায়িক প্রতিষ্টান। সভার সভাপতি মনিরুল মওলা জানান, শিগগিরই টেকনাফে ইসলামী ব্যাংকের নতুন আঙ্গিকে এটিএম বুথ স্থাপন, বাংলাদেশ-মায়ানমার ব্যবসায়িক ট্রানজিকশন চালু, সর্বাধুনিক তথ্য প্রযুক্তি সেবা,কর্তকর্তা ও কর্মচারী বাড়ানো,মহিরা সার্ভিস সেবা, দূর্যোগকালীন ত্রাণ বিতরন,শীতকালীন শীতবস্ত্র,মৎস্য,কৃষি,লবণ শিল্প, শিক্ষা বৃত্তি, উচ্চ শিক্ষা গ্রহণে সহযোগিতা ও  প্রান্তিক কৃষকদের সুদমুক্ত ঋণ বিতরণসহ বিভিন্ন পদক্ষেপের গ্রহণের আশ্বাস প্রদান করেন। উক্ত সভায়  মোনাজাত পরিচালনা করেন টেকনাফস্থ আল জামেয়া আল-ইসলামীয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওঃ রফিকুল ইসলাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন