parbattanews

টেকনাফ উপকূলে ৩নং স্থানীয় সতর্কতা সংকেত: সেন্টমার্টিন নৌ যোগাযোগ বন্ধ

টেকনাফ-সেন্টমার্টিন নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। সাগরে গভীর নিম্নচাপের ফলে কক্সবাজার উপকূলে ৩ নং স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান।

তিনি জানান, সাগর উত্তাল ও বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে কক্সবাজার সমুদ্র উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল রয়েছে সাগর। এ অবস্থায় পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করছে ট্যুরিস্ট পুলিশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি উপকূলে ঝড়ো হাওয়া বইছে। বৈরী আবহাওয়ায় সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবদুল হামিদ মিয়া।

Exit mobile version