parbattanews

টেকনাফ-কক্সবাজার সড়কে পুলিশের বিরুদ্ধে যাত্রী হয়রানীর গুরুতর অভিযোগ

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:

টেকনাফ-কক্সবাজার সড়কে ডাকাত প্রতিরোধে নিয়োজিত পুলিশের বিরুদ্ধে যাত্রী হয়রানীর গুরতর অভিযোগ উঠেছে। টেকনাফ প্রেস ক্লাবের সহ-সভাপতি মু.তাহের নঈম জানান, ২৩ অক্টোবর বুধবার রাত ৮ টার দিকে সিএনজি যোগে টেকনাফ থেকে হ্নীলা যাওয়ার পথে দমদমিয়া সারিয়ং ও ১৪ নং ব্রীজ নামক স্থানে যাত্রীবাহী সিএনজিকে থামিয়ে দীর্ঘক্ষণ আরোহী ও গাড়ী তল্লাশী করে। এভাবে উভয়দিক থেকে আসা সিএনজি, মাহিন্দ্রা, মাইক্রো ও চাঁন্দের গাড়ী (জীপ) তল্লাশী করে যাত্রীদের অহেতুক হয়রানী করে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। হয়রানীর শিকার হলেও ঝামেলা মনে করে যাত্রী সাধারন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের গ্চোরে আনা হয়নি।

সাংবাদিক মু.তাহের নঈম আরো জানান, পাহাড়ী এই স্থানে ডাকাতি প্রতিরোধে একটি পুলিশ চৌকি স্থাপন করা হয়েছে। উক্ত স্থানে রাতে পুলিশ পাহারায় থাকে। কিন্তু তারা ডাকাত প্রতিরোধ করার পরিবর্তে অহেতুক নির্জন পাহাড়ের সড়কে যাত্রী হয়রানী করে যাচ্ছে। এব্যাপারে টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ ফরহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত স্থানে কোন ধরনের যানবাহন থামানো হয়না এবং দায়িত্ব পালনকারীদেরকে গাড়ী না থামাতে কঠোর ভাবে নির্দেশ দেয়া হয়েছে।

Exit mobile version