টেকনাফ থানায় ১৮ দালালের বিরুদ্ধে মামলা

মামলা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

মিয়ানমার থেকে ফেরত আসা ১২৫ জনের তথ্য মতে ১৮ দালালের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার দায়ের করা হয়েছে। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ারকালে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হয় তারা। গত ২৫ই আগস্ট বান্দরবান জেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বিজিবির মাধ্যেমে তাদের ফেরত পাঠায়  মিয়ানমার।

বিজিবি তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করলে পুলিশ তাদেরকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র নিয়ে যায়। এর মধ্যে গত ৩০ আগস্ট টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার ২৫ অভিবাসীকে টেকনাফ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

ওই দিন রাতে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন এলাকার ১৮ দালারের কথা স্বীকার করেন। আটককৃতদের মধ্যে শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার মোঃ শরীফের ছেলে রহিম উল্লাহ বাদী হয়ে দালালদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার আবু তাহেরের ছেলে মোঃ হাসিম (পোয়া মাঝি), মিস্ত্রিপাড়ার হাত কাটা হাশিমের ছেলে লম্বা সেলিম, দক্ষিণ পাড়ার মৃত ওমর মিয়ার ছেলে মোঃ কাসেম, মৃত গনি মিয়ার ছেলে নুর হাকিম মাঝি, মাঝের পাড়ার মৃত আবদুস সালামের ছেলে আবুল কালাম ও শরিফ, মৃত নুরুল আমিনের ছেলে শহিদ উল্লাহ, মোজাহার মিয়ার ছেলে আবুল কালাম, জাহিদ হোসেন মাঝির ছেলে সৈয়দ উল্লাহ, সাবরাং এর আলম, হারিয়াখালির নুর আহম্মদের ছেলে সাদ্দাম, মুন্ডার ডেইলের মোঃ নুরুল আমিন, বাহারছড়ার সাদ্দাম, টেকনাফ সদরের লেঙ্গুরবিলের মোস্তাক ডাকাত, হ্নীলার মৌলভী বাজারের রফিক, হোয়াইক্যং লম্বাবিলের মৃত বাছা মিয়ার ছেলে আবদুল গফুর, কালা পুতু ও উখিয়ার সোনার পাড়ার ট্রলারের মালিক মাসুদ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার বলেন, অভিবাসী রহিম উল্লাহ বাদী হয়ে ১৮ দালারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করে। গত শুক্রবার দুপুরে ২৫ অভিবাসীকে ১৬৪ ধারা মতে জবানবন্দি দেওয়ার জন্য কক্সবাজারের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন