parbattanews

টেকনাফ বিজিবির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজার টেকনাফে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাটালিয়নে এক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল নেওয়াজ উদ্দিন আহমেদ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আজিজুল রউপ। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের সভাপতিত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজিবি কক্সবাজার ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল নেওয়াজ উদ্দিন আহমেদ বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি জওয়ানরা সদা প্রস্তুত রয়েছে।চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যেকোন অপরাধমূলক কাজ দমনে অগ্রণী ভূমিকায় রয়েছে। এছাড়া চোরাচালান দমনে দেশে প্রথম স্থান অর্জন করেছে ২ বিজিবি। সকলের সহযোগিতায় আরো এগিয়ে যাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Exit mobile version