টেকনাফ ​সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত ১ জেলে

fec-image

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং সীমান্তের শাহজাহানের দ্বীপ এলাকায় মাইন বিস্ফোরণে হানিফ নামের এক জেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে সীমান্তবর্তী ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত জেলে হানিফ স্থানীয়ভাবে মাছ ধরার কাজে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্য দখলকে কেন্দ্র করে সশস্ত্র সংগঠন আরকান আর্মি (এএ)-এর সঙ্গে কয়েকটি রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের সদস্যদের মধ্যে টানা সংঘর্ষ চলছিল। সংঘর্ষের জেরে সীমান্ত এলাকায় পুঁতে রাখা মাইন থেকেই এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।বিস্ফোরণের পর স্থানীয়রা গুরুতর আহত হানিফকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির সভাপতি জুনাইদ আলী চৌধুরী বলেন, বাংলাদেশ সীমান্তে মাছ শিকারে গিয়ে মাইন বিষ্ফোরনে পা হারিয়েছে এলাকার যুবক। তা অত্যান্ত দুঃখজনক। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র দে বলেন, মাইন বিস্ফোরণে এক জেলে আহত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে সীমান্তে দেখা যায়, বিজিবি  টহল জোরদার করেছে। সীমান্তের বর্তমান পরিস্থিতিতে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় দেখা গিয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, তেকনাফ, মাইন বিস্ফোরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন