parbattanews

টেকনাফ সীমান্তে ৪২ ভরি স্বর্ণসহ একজন আটক

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আসার পথে ৪২ ভরি ১১ আনা স্বর্ণসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা।

সোমবার গভীর রাতে স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার জাফর ইমাম সজীব জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা স্থলবন্দর সংলগ্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্দেহজনক  এ ব্যক্তির দেহ তল্লাশী করে (৪২ ভরি ১১ আনা) তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১৯ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণ টেকনাফ শুল্ক গুদামে জমা দিয়ে আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, কোস্টগার্ডের আটক করা ওই ব্যক্তিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version