parbattanews

টেকনিক্যাল রিপোর্টের অপেক্ষায় উখিয়ায় ফোর মার্ডারের তদন্ত

উখিয়ায় নিহত চারজন

কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর ফোর মার্ডার ঘটনার ৮ দিন পর পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ব্যাপারে ম্যানুয়ালি তদন্ত শেষ হয়েছে। টেকনিক্যাল তদন্তের রিপোর্ট হাতে পেতে আরো কয়েকদিন সময় লাগবে। টেকনিক্যাল তদন্তের রিপোর্ট পেলেই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন, কক্সবাজারের অতিরিক্ত সুপার মো. ইকবাল হেসেন।

তিনি হত্যাকান্ডের তদন্ত কাজ পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে দেওয়ার বিষয়টি চূড়ান্ত নয় বলেও জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. মনসুর বলেন, তদন্ত চলছে৷ এখনো বলার মতো কিছু নেই। কবে নাগাদ হত্যাকান্ডের তদন্ত শেষ হবে এ বিষয়েও চূড়ান্তভাবে কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত যেই হোক না কেন সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়া ও তার বড় ভাই রবিসন বড়ুয়া।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না গ্রামের কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়িতে ঢুকে তার মা-স্ত্রী, ছেলেসহ চারজনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতরা হলেন, রোকেন বড়ুয়ার মা সখি বড়ুয়া (৫০), স্ত্রী মিলা বড়ুয়া (২৫), ছেলে রবিন বড়ুয়া (৫) ও রোকেন বড়ুয়ার বড় ভাই শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়া (৬)।

Exit mobile version