parbattanews

ট্রাক চাপায় নিহতদের স্মরণে খাগড়াছড়িতে বন্ধুসভার মোমবাতি প্রজ্বলন ও ধর্মীয় অনুষ্ঠান

Khagrachari Picture 07 copy

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়ি আলুটিলায় ট্রাকের চাপায় নিহতদের স্মরণে সন্ধ্যায় য়ংড বৌদ্ধ বিহারের গেটের সামনে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিল করেছে খাগড়াছড়ি বন্ধুসভার সদস্যরা।

কর্মসূচীতে অংশ নেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমা , উন্নয়ন কর্মী মথুরা ত্রিপুরা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ধাতু চৈত্য বৌদ্ধ বিহারের সদস্য বাশঁরী মারমা, বন্ধুসভার সহসভাপতি প্রভাত তালুকদার, বাংলাদেশ মারমা স্টুডেন্ট ফোরাম ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এসময় নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করার পর আলোর মিছিল করে য়ংড বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে প্রদীপ জ্বালানো হয়।

এদিকে সোমবার সকালে মহালছড়ির চৌংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিহতদের আত্মার শান্তি কামনা করে ধর্মীয় রীতি অনুযায়ী পিণ্ডুদান, সংঘদান, অষ্টপরিষ্কারদান, প্রদীপদানসহ বিভিন্ন সামগ্রী দান করা হয়েছে। তাছাড়া নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে ফানুস উত্তোলন করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার আলুটিলার ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে জেলা সদরের জনবল বৌদ্ধ বিহার অধ্যক্ষ চন্দ্রমনি মহাস্থবিরের দাহক্রিয়া অনুষ্ঠানের যোগ দিতে এসে একটি বেপরোয়া ট্রাকের চাপা মহালছড়ি মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের দুই এসএসসি পরীক্ষার্থী অংক্যচিং মারমা ও উচনু মারমাসহ আট ব্যক্তি প্রান হারান।

Exit mobile version