parbattanews

ট্রাক ভাংচুর, পুলিশের ধাওয়া ও লাঠি চার্জের মধ্য দিয়ে খাগড়াছড়িতে হরতাল চলছে

Khagrchari Pic 02
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
ট্রাক ভাংচুর, পুলিশের ধাওয়া ও লাঠি চার্জের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামকে হত্যা ও পাহাড়ি সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে সংগঠনটি এ হরতাল আহ্বান করেন।

হরতাল চলাকালে সকাল সোয়া ৭টার দিকে খাগড়াছড়ি উন্নয়ন বোর্ড সড়কের সামনে পিকেটাররা একটি ট্রাক ভাংচুর করলে পুলিশ পিকেটারদের ধাওয়া ধরে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিন পিকেটারকে আটক করলেও পরে তাদের ছিনিয়ে নেওয়া হয়।

 

হরতালের কারণে সকল দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লা ও আভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।

উল্লেখ্য যে, গত ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে (২৩) দুই উপজাতি মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙ্গামাটির ঘিলাছড়ি উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যাওয়ার পর ছাদিকুল ইসলাম নিখোঁজ হন। তিনদিন পর ১৩ এপ্রিল বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় ছাদিকুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।

Exit mobile version