parbattanews

ঠিকাদার পিটালো বান্দরবান এলজিইডি প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহন চাকমার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কয়েকদিন আগে তার ইন্ধনে রোয়াংছড়ি উপজেলার সহকারী এক প্রকৌশলীকে মারধর করেন এক ঠিকাদার। এবার নিজেই পেটালেন ঠিকাদার রফিক আহমেদকে। এ ঘটনায় স্থানীয় ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় বুধবার (১৩ ডিসেম্বর) ঠিকাদার সমিতির পক্ষে বান্দরবান শহরে মাইকিং করেছে এবং কাল বৃহস্পতিবার প্রতিবাদ জানাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন স্থানীয় ঠিকাদাররা।

সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঠিকাদার রফিক আহমেদ মেসার্স আকতার ট্রেডার্সের লাইসেন্সের বই সংগ্রহ করতে এলজিইডির অফিস সহকারীর কক্ষে যান।

এসময় হঠাৎ নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা অফিস সহকারীর কম্পিউটার রুমে ঢুকে ঠিকাদার রফিক আহমেদকে ঘুষি ও চড়-থাপ্পর মারেন। পরে ঠিকাদাররা তাকে উদ্ধার করে।

এলজিইডি অফিস সূত্র জানায়, ইলেকট্রেশিয়ান ইয়াছিনকে প্রথমে নির্বাহী প্রকৌশলী তার কক্ষে মারধর করছিলেন। সেখান থেকে ক্ষিপ্ত হয়ে কম্পিউটার রুমে এসে ইয়াছিনকে না পেয়ে প্রকৌশলী ঠিকাদার রফিককে মারধর করেন।

একাধিক ঠিকাদার এঘটনায় ক্ষোভ এবং লজ্জাবোধ প্রকাশ করেছেন। প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় বিচারের দাবি জানিয়েছেন তারা।

ঠিকাদার রফিক আহমেদ বলেন, তুই এখানে কি করিস বলে কিছু বোঝার আগেই নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা আমাকে কিল, ঘুষি, চড় মারে। আমি মেসার্স আকতার ট্রেডার্সের লাইসেন্সের বই সংগ্রহ করতে এলজিইডির অফিসের কম্পিউটার রুমে গিয়েছিলাম। নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা এসব অভিযোগ অস্বীকার করেন।

প্রসঙ্গত পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বরত অবস্থায় পরিষদের ডরমেটরিতে পরিষদের একজন কর্মকর্তাকে মারধরের অভিযোগ রয়েছে।

Exit mobile version