parbattanews

ডাক্তারের অবহেলায় জিপ চালকের মৃত্যুর অভিযোগে খাগড়াছড়ি হাসপাতালে ভাঙচুর চালিয়েছে পরিবহন শ্রমিকরা

accident3_5372

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী ব্রীজ এলাকায় ট্রাক ও চাঁদের গাড়ী( জীপ) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, সুমাইয়া আক্তার(১০),উলাচিং মারমা(২২), জীপ গাড়ি চালক রুপম দে(৩৫) ও সোহেল রানা(১২)। বুধবার বিকেলে চেঙ্গী ব্রীজ এলাকায় এ দূর্ঘঘটনা ঘটে।

আহতদের মধ্যে  জীপ চালক রুপম দে রাত ১০ টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শ্রমিকদের অভিযোগ ডাক্তারের অবহেলায় রুপম দে মারা যায়। উত্তেজিত শ্রমিকরা হাসপাতাল ভাঙচুর করে। তবে আরএমও ডাক্তার নয়ন ত্রিপুরা জানান, তাদের চিকিৎসায় কোন অবহেলা ছিল না।

জানা গেছে, মাটিরাঙ্গা থেকে ইট বোঝাই করে ট্রাক নং চট্টমেট্রো-ট ১১-১১-১৯ ও জীপ গাড়ী নং ঢাকা-ক ৪২৪৭ চেঙ্গী ব্রীজ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চালকসহ ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।

খাগড়াছড়ি সদর থানানর ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সামসুউদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদেরকে উদ্ধারকরে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং গাড়ী দু’টি উদ্ধারের কাজে পুলিশ ঘটনাস্থলে রয়েছে

এ রিপোট লেখা পর্যন্ত হাসপাতালে রুপমের মৃত্যুকে ঘিরে শ্রমিকরা বিক্ষোভ করছে। হাসপাতালে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version