parbattanews

ডাক্তার না থাকায় রোয়ংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে তালা

নিজস্ব প্রতিবেদক
চিকিৎসা না পাওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে মারমা পাড়ায় হঠাৎ তিন যুবতী অজ্ঞান হয়ে পড়ে। তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কোন ডাক্তার না থাকায় বিক্ষুব্ধ জনতা তালা ঝুলিয়ে দেয়। শুক্রবার সকালে উপজেলা চেয়ারম্যান হ্লাথ্রোয়াইব্রী স্বাস্থ্য কেন্দ্রে সারাক্ষণ ডাক্তার থাকার আশ্বাস দিলে এলাকাবাসী সহায়তায় তালা খুলে দেয়া হয়।

সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ডাক্তার, একজন চিকিৎসা সহকারী, কয়েকজন নার্স থাকার কথা রয়েছে। অন্যরা থাকলেও ছয়জন ডাক্তারের একজনও ঠিকমত দায়িত্ব পালন না করার অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ৬ জন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছিল।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন অংশৈ প্রু জানান, আমি মাত্র ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব নিয়েছি। দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা ঠিকমত দায়িত্ব পালন না করলে এখন থেকে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version