parbattanews

ডা: শহীদ তালুকদার রাঙামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক

ডা. শহীদ তালুকদার

সিনিয়র স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি জেলায় স্বাস্থ্য বিভাগসহ সব মহলে ডা. শহীদ তালুকদার অত্যন্ত সৎ, অমায়িক ও দক্ষ চিকিৎসক হিসেবে পরিচিত খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদ তালুকদারকে রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মাইনউদ্দিন আহম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ২০ অক্টোবর জারি করা হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদ তালুকদার প্রজ্ঞাপনটি হাতে পাওয়ার কথা স্বীকার করে শীঘ্রই নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে পার্বত্যনিউজকে জানান।

পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলসহ পাহাড়ীদের বিরোধীতার মুখে আগামী ১০ জানুয়ারি থেকে রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর সুবিধার্থে প্রাথমিকভাবে ৭০ লক্ষ টাকা বরাদ্দও দেয়া হয়েছে।

পাহাড়ীরা যখন রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ স্থাপনে বিরোধিতা করছে, ঠিক সে সময়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজে প্রকল্প পরিচালক হিসেবে একজন পাহাড়ীকে(চাকমা) নিয়োগ দিলো সরকার।

Exit mobile version