parbattanews

ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

লামা প্রতিনিধি:

বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে ১০ কোটি ৪২ লক্ষ ভোটারের তথ্য সংরক্ষণ করা আছে। সরকারের রাজস্ব তহবিলের অর্থায়নে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়ে ২৫টি গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা যাবে। নাগরিক সেবা প্রদানের সময় স্মার্ট কার্ডের মাধ্যমে ব্যক্তির বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

রবিবার(২৮ অক্টোবর) দুপুরে লামা উপজেলা পরিষদ চত্বরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, বক্তব্য রাখেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বান্দরবান জেলার নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম প্রমুখ।

Exit mobile version