ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৯২

fec-image

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। এসময়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৯২ জন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১৪ জন। এই মাসে এখন পর্যন্ত ১১ হাজার ৯৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৭২ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৩২০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮৫১ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ১ হাজার ৬৩৮ জন, আর বাকি ১ হাজার ২১৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯৯২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪৬ হাজার ৯২৮ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডেঙ্গু, মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন