parbattanews

ডেঙ্গু মুক্ত দ্বীপ কুতুবদিয়া

সারা দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় এখনো কোন ডেঙ্গু রোগীর সন্ধ্যান মেলেনি।সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করলেও নিরাপদেই আছে দ্বীপবাসি। তবে থেমে নেই ডেঙ্গু সচেতনামূলক সভা, প্রচারনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।

জেলায় এক যোগে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কুতুবদিয়ায় বৃহস্পতিবার সারা দিন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে নালা-নর্দমা, ময়লা পরিষ্কার কর্মসূচি পালিন করা হয়। র‌্যালি, প্রচারণা জনগণকে উৎসাহিত করছে বলে মনে করেন অনেকেই। নিজ দায়িত্বে ডেঙ্গু মুক্ত থাকতে চাইছে দ্বীপের খেটে খাওয়া মানুষগুলো।

সাধারণ জ্বর হলেই অনেকেই ডেঙ্গু রোগের পরীক্ষা করাতে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে দুঃখের বিষয় যে হাসপাতালে ডেঙ্গু সনাক্ত করণে কিট বা ডিভাইস সরবরাহ দেয়া হয়নি। এমনকি রক্তের নরমাল টেস্ট করতে বিশেষ করে বর্তমানে জরুরী ডেঙ্গু রোগীর রক্তে অত্যাশ্যকীয় প্লাটিলেট কণিকার পরিমাণ জানতে সেল কাউন্টার যন্ত্রটিও সরবরাহ দেয়া হয়নি বলে হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) গোলাম মওলা জানান। যে কারণে সন্দেহভাজন রোগী চিকিৎসকগণ পেলেও পরীক্ষা করাতে পারছেননা।

অপর দিকে দ্রুত দেশ জুড়ে ডেঙ্গু পরীক্ষার কদর বেড়ে যাওয়ায় কিটের ঘাটতি চলছে সব জায়গায়।কিটের দামও বৃদ্ধি পেয়েছে ৪ গুণ। সরকার নির্ধারিত পরীক্ষার মূল্য ৫০০ টাকা করে দিলেও কিটই কিনতে হচ্ছে ৫ শ‘ -৬শ‘ টাকায়। পাশ্ববর্তী উপজেলা চকরিয়াস্থ লাকী সার্জিক্যাল এন্ড সায়িন্টিফিক দোকানের মালিক সুজন জানান, চাহিদা অত্যাধিক বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন ল্যাব থেকে কিট উচ্চ মূল্যে কিনে বিক্রি করছেন। দামও বেড়েছে প্রায় ৪ গুণ।তবু মিলছেনা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনার বিকল্প কিছু নেই। বদ্ধ পানি, নালা-নর্দমা আঙ্গিনা পরিষ্কার রাখার বিষয় ছাড়াও নানা ধরণের গুজব থেকে সাবধানতার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়-আলোচনা সভা অব্যাহত রেখেছেন। সব বিষয়ে সাবধানতার মার নেই বলে তিনি মনে করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান বলেন, এখন পর্যন্ত হাসপাতালে কোন ডেঙ্গু রোগী আসেনি। এ ছাড়া উপজেলার কোথাও ডেঙ্গু রোগীর সন্ধ্যান পাওয়া যায়নি।তার পরেও সতর্কতা অবলম্বন করে প্রতিটি বাড়ির আঙ্গিনায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আতঙ্কিত না হয়ে সচেতন হতে পরামর্শ দেন তিনি।

Exit mobile version