parbattanews

ঢাকা-কক্সবাজার রুটে চলবে আরও একজোড়া ট্রেন

ঢাকা-কক্সবাজার পথে চালু হবে আরও এক জোড়া ট্রেন। ‘পর্যটক এক্সপ্রেস’ নামে ট্রেনটি ১০ জানুয়ারি থেকে যাত্রা শুরু করবে।

বাংলাদেশ রেলওয়ের এক চিঠি সূত্রে বিষয়টি জানা যায়। চিঠিতে বলা হয়, ট্রেনটি রাত আটটায় কক্সবাজার থেকে ছাড়বে। ঢাকায় পৌঁছাবে ভোর সাড়ে চারটায়।

ঢাকা থেকে সকাল সোয়া ছয়টায় ছেড়ে ট্রেনটি কক্সবাজারে পৌঁছাবে বেলা তিনটায়। রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ১০ জানুয়ারি নতুন ট্রেন চলাচল শুরু হবে।

রেলওয়ের চিঠিতে বলা হয়েছে, ট্রেনটির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। কোরিয়া থেকে সদ্য আমদানি করা কোচ দিয়ে ট্রেনটি পরিচালনা করা হবে।

ঢাকা-কক্সবাজার পথে এখন এক জোড়া ট্রেন চলাচল করে। টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে। বাড়তি চাহিদার কারণে টিকিট কালোবাজারি হয় বলেও অভিযোগ উঠেছে। নতুন ট্রেনের ভাড়া হবে আগের ট্রেনটির সমান। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার। এই পথে আন্তনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০০ টাকা।

শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ারের ভাড়া ৯৬১ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ১৫০ টাকা এবং ঘুমিয়ে যাওয়ার জন্য প্রত্যেক যাত্রীকে ভাড়া দিতে হয় ১ হাজার ৭২৫ টাকা। ঢাকা-কক্সবাজার পথে গত ১ ডিসেম্বর ট্রেন চলাচল শুরু হয়।

Exit mobile version