parbattanews

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাহাড়ী ছাত্র পরিষদের দু’গ্রুপে সংঘর্ষ: আহত ১২

পিসিপি

পার্বত্যনিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘পাহাড়ি ছাত্র পরিষদ’ এর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ মে) সন্ধ্যায় ঢাবির ঢরমেটরির সামনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হন। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রতন চাকমা এর তথ্য জানান।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ‘পাহাড়ি ছাত্র পরিষদ’ দুপুরে শাহবাগ থেকে রমেল হত্যার প্রতিবাদে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দিয়েছেন। সন্ধ্যায় পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা ঢাবির ডরমেটরির সামনে পৌঁছলে তাদের ওপর হামলা চালায় সন্তু লারমার অনুসারী পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা। এঘটনায় দু’পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

এ প্রসঙ্গে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রতন চাকমা বলেন, ‘সন্ধ্যায় আমরা ঢাবির ডরমেটরির জিম্নেসিয়ামের সামনে ছিলাম। এসময় নিফুন ত্রিপুরা নেতৃত্বে সুলভ চাকমাসহ ৩০ থেকে ৩৫ জন আমাদের ওপর হামলা করেন। এতে থুইক্যচিং মারমাসহ আহত হয় ১০ জন। থুইক্যচিং মারমা মাথায় আঘাত পাওয়ায় তাকে রাত সাড়ে ৮ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

Exit mobile version