parbattanews

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা।

সোমবার (৬ জানুয়ারি) হিল উইমেন্স ফেডারেশনের দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার পাঠানো এক বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে জনগণের ওপর পৈশাচিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে নারীদের সকল ক্ষেত্রে চরম অনিরাপদ অবস্থায় জীবন যাপন করতে হচ্ছে। ২০১৫ সালের ২১ মে ঢাকায় গারো তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছিল। এ ঘটনার সাথে জড়িতদের সাজা হয়নি। ধর্ষকদের সাজা না হওয়ার কারণে বারবার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হচ্ছে।

বিবৃতিতে তারা অবিলম্বে ধর্ষককে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ঢাকার কুর্মিটোলায় ঢাবি‘র এক ছাত্রী ধর্ষণের শিকার হন। ধর্ষণের আগে তাকে শারীরিকভাবে মারধরও করা হয়। ধর্ষণের শিকার হওয়া ছাত্রীকে ঢাবি মেডিক্যাল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

Exit mobile version