তত্ত্বাবধায়ক প্রকৌশলীতে পদোন্নতি পেলেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান কর্মজীবনে সাফল্যময় দক্ষতা ও গ্রাহকদের সাথে সুন্দর ব্যবহারের মধ্যদিয়ে সেবা প্রদানের পুরস্কার স্বরূপ চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তর উপ-পরিচালক-১ মেহেরুন নেছা খানম স্বাক্ষরিত পত্রের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তাকে ১৩ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে নতুন কর্মস্থল চট্টগ্রাম বিউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিচালন ও সংরক্ষণ সার্কেল (পশ্চিম) হিসেবে যোগদানের জন্যও বলা হয় গত ৯ জানুয়ারি পাঠানো ওই অফিস আদেশে।

এর আগে ২০১৩ সালের নভেম্বরে কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিতরণ বিভাগ) এর নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন মোস্তাফিজুর রহমান। সুন্দর ব্যবহারের মানুষটি পর্যটন নগরীতে যোগদানের পর থেকে কক্সবাজারের বিদ্যুৎ বিতরণ বিভাগের রেকর্ড উন্নয়নের মাধ্যমে সেবাখাতে ব্যাপক পরিবর্তন দেখা যায়। শুধু তাই নয়, অফিসের ভেতরে-বাইরে সর্বত্র ইতিবাচক পরিবর্তনও নিয়ে আসেন জনপ্রিয় এই কর্মকর্তা। অনিয়ম দুর্নীতি শক্ত হাতে দমন করেন তিনি।

পাশাপাশি দীর্ঘ সময়ের কোটি কোটি টাকার খেলাপি বিল আদায়, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণসহ নানা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন তিনি।

গত ৬ বছরেরও বেশি সময়ের দীর্ঘ কর্মজীবনে তৃণমূলের গ্রাহকদের যে কোনো অভিযোগের বিষয়ে সেবা গ্রহিতাদের সাথে সরাসরি কথা বলে নিজেই সমাধান দেয়ার চেষ্টা করেছেন সবসময়।

প্রকৌশলী মোস্তাফিজ কোনো ধরনের অন্যায়-অপরাধের কাছে কখনো আপোষ করেননি। এ কারণে সাধারণ গ্রাহকসহ নিজ দপ্তরের ছোট বড় কর্মকর্তা-কর্মচারী সবার কাছে  প্রশংসিতও ছিলেন তিনি।

এদিকে পদোন্নতির আদেশ হাতে পাওয়ার পর নিজের এক প্রতিক্রিয়ায় সর্বপ্রথম আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন মোস্তাফিজুর রহমান।

তিনি কক্সবাজারের পিডিবি সংশ্লিষ্ট সকল গ্রাহকসহ জেলাবাসীর কাছে দোয়া চান এবং কর্মজীবনে কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাও প্রার্থনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন