parbattanews

তথ্যের যত বেশি আদান প্রদান হবে দুর্নীতি তত হ্রাস পাবে: জেলা প্রশাসক

রাঙ্গামাটি প্রতিনিধি:

তথ্যের যত বেশি আদান প্রদান হবে দুর্নীতি তত হ্রাস পাবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রদর্শন জোরদার হচ্ছে যাতে মানুষ প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সহজে জানতে পারে। তাই তথ্য অধিকার আইন সম্পর্কে জনসাধারণকে অধিকতর সচেতন হতে হবে ।

বুধবার সকালে জেলা ক্রীড়া সংস্থা সম্মেলন কক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) কর্তৃক আয়োজিত“তথ্য অধিকার, তথ্যেই শক্তি; সুশাসনের হাতিয়ার, দুর্নীতি থেকে মুক্তি” শ্লোগান সামনে রেখে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৭ উপলক্ষ্যে সুশাসন নিশ্চিত তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন ও চ্যালেঞ্জ বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় সভায় রাঙ্গামাটি জেলার সচেতন নাগরিক কমিটির সভাপতি চাঁদ রায়ের সভাপতিত্বে সনাক সদস্য  মোহাম্মদ আলী, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা  মফিজুল ইসলাম, সাংবাদিক সুনিল কান্তি দে, শান্তিময় চাকমা,  মোহাম্মদ সোলায়মান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে চাঁদ রায় বলেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের তথ্য অধিকার আইনটি সম্পর্কে ভালভাবে ধারণা থাকতে হবে এবং আইনটি যথাযথ প্রয়োগে জনসাধারণকে এগিয়ে আসতে হবে।

Exit mobile version