parbattanews

তবুও থেমে নেই জীবনযুদ্ধ

এক পা নেই তবুও থেমে থাকেনি সিএনজি চালিত অটোরিক্সা চালক আমির খানের। ১৪ বছর যাবৎ এক পায়ে গাড়ি চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করছেন। চালিয়েছেন তিন সন্তানের লেখাপড়ার খরচ।

আমির খান ২০০৭ সালে গাড়ির টায়ার (চাকা) বিষ্ফোরণে গুরুতর আহত হয়। তখন দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেসময় ভুল চিকিৎসার কারণে কাটা পড়ে ডান পা।

শারীরিক সুস্থ্যতা ফিরে পেলেও অদম্য ইচ্ছা শক্তির জোরে এক পায়ে পুনরায় গাড়ি চালানো শুরু করেন।

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার সুখবিলাশ ইউনিয়নের দশ মাইল এলাকার এই বাসিন্দা নিয়মিত গাড়ি চালান বান্দরবান-পদুয়া, বাঙ্গালহালিয়া সড়কে।

প্রবল মনোবলের কারণে এক পা না থাকলেও আমির খানের স্বাভাবিকভাবে গাড়ি চালাতে আক্ষেপ নেই। দক্ষ চালক হিসেবে রয়েছে এলাকায় তার খ্যাতি।

Exit mobile version