parbattanews

তাপমাত্রা নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অফিস

সারাদেশে সকাল থেকে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রাও। এছাড়া রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

শনিবার ভোর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী তিনদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। এছাড়া বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে বর্ধিত ৫ দিনে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Exit mobile version