parbattanews

তামাক নির্মূলে সকলকে সোচ্চার হতে হবে: বান্দরবান সিভিল সার্জন

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক সভা উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুৎফর রহমানের সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা। এ সময় আরও অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজা সরোয়ার, সহকারি কমিশনার অমিত রায় সহ বিভিন্ন অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সিভিল সার্জন বলেন, মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ মাদক নিয়ে মুক্ত আলোচনা করেন এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে যাতে মুক্ত রাখা যায় সেজন্য যুব সমাজকে ক্রীড়া মুখী করার জন্য বলেন ।

অতিথিরা আরও বলেন, মাদকের ফলে প্রতিদিন ধ্বংস হচ্ছে অনেক পরিবার । তাই কোন পরিবার যাতে এ মাদকের ছোবলে পরে বিপর্যস্ত না হয় সেজন্য সকলকে সোচ্চার হয়ে একযোগে কাজ করতে হবে।

Exit mobile version