তালিকা হাতে এসেছে, ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

fec-image

মাদক কারবারিদের তালিকা হাতে এসেছে। আরও যাচাই-বাছাইয়ের পর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তালিকায় নাম উঠলেই যে অপরাধী তা নয়। যাচাই-বাছাইয়ের পর যদি সঠিক ইয়াবা কারবারি হন তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, খুনসহ নানা অপরাধ দমনে আমরা কাজ করছি। যেকোন ধরণের অপরাধ ঠেকাতে নজরদারি বাড়ানো হচ্ছে। সীমান্তে চোরাচালন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্ত পরিস্থিতি যেভাবে আমরা মোকাবেলা করেছি একইভাবে সকল সংকটও মোকাবিলা করবো।

এরআগে, সকাল ১০টায় সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ। এছাড়াও কমিটির সকল সদস্য, জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সীমান্তে মাদক চোরাচালান ও সীমান্ত সুরক্ষা নিশ্চিতে আলোচনা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, কক্সবাজার, স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন