parbattanews

তিন কাউন্সিলরের পর এবার পৌরসভার কর্মচারী গ্রেফতার

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন পেতে সহযোগিতার অভিযোগে সাবেক, বর্তমানের তিন কাউন্সিলরের পর এবার কক্সবাজার পৌরসভার জন্মনিবন্ধন শাখার অফিস সহকারী দিদারুল আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৮ মার্চ) সকালে তাকে গ্রেফতার করে দুদক টিম।

দিদার নুনিয়ারছড়ার বাসিন্দা। রোহিঙ্গাদের জন্মনিবন্ধন সরবরাহে সহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তার আগে ভোরে দুদকের অভিযানে সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল ও ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক মাহবু্ব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।

দায়িত্ব পালনকালে তিন কাউন্সিলরের সাথে অফিস সহকারীর বিরুদ্ধে অবৈধভাবে রোহিঙ্গা নাগরিক ভোটার তালিকাভুক্ত করার অভিযোগ পেয়েছে দুদক। এর প্রেক্ষিতে মামলা করে দুদক। যার নং-১০/২০২১।

দুদক কর্মকর্তা শরীফ উদ্দীন বলেন, দায়িত্ব পালনকালে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির তথ্য পেয়েছে দুদক। এর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন-

কক্সবাজারে ৩ কাউন্সিলর গ্রেফতার

Exit mobile version