parbattanews

তিন দফা দাবীতে ইউপি সচিবদের অনশন

Bandarban up pic-12.2.2017
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান :
বান্দরবানে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তিনদফা দাবীতে ইউনিয়ন পরিষদ সচিবেরা (বাপসা) অনশন কর্মসুচী পালন করছে। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচী পালন করে।

দাবীগুলো হচ্ছে, সচিব পদবী পরিববর্তন পূর্বক মুখ্য কর্মকর্তা নির্ধারণ, ১০ম গ্রেড স্কেল প্রদান, বেতন, ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান এবং ইউনিয়ন পরিষদ সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন ভাতা চালু করা।

ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন (বাপসা) উদ্যোগে জেলার ৩৩টি ইউনিয়নের সচিবরা অনশন কর্মসুচীতে অংশ গ্রহণ করে।

ইউপি সচিব সমিতির জেলা সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তিনটি দাবী আদায়ের লক্ষ্যে আমাদের এই কর্মসুচী। ইউনিয়ন পর্যায়ে জনগণের মধ্যে সরকারের যাবতীয় সুযোগ সুবিধা সেবা পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেন ইউপি সচিবরা। কিন্তু তাদের ভাগ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। বর্তমান পেক্ষাপটে সম্মানের সঙ্গে পরিবার নিয়ে দু’বেলা দু’মুঠো খাওয়ার জন্য তাদের এই তিন দফা দাবী দ্রু বাস্তবায়নে সরকারের কাছে আহবান জানান তিনি।

Exit mobile version