তিন দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকের উপচেপড়া ভিড়

fec-image

মহান বিজয় দিবস উপল‌ক্ষে টানা ৩‌ দি‌নের সরকারী ছুটিতে পর্যটকরা ছু‌টে আস‌ছেন বান্দরবা‌নের পর্যটন‌ কেন্দ্রগুলোতে। আর পর্যটকের পদচারণায় এখন মুখরিত হয়ে উঠেছে এসব পর্যটন কেন্দ্রগু‌লো। প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে শী‌তের তীব্রতা‌কে উ‌পেক্ষা ক‌রেও ভীড় জমাচ্ছে দেশি-বিদেশী পর্যটক।

 প্রায় ১০ থেকে ১৫ দিন আগে থেকেই শহরের অধিকাংশ হোটেল-মোটেল, গেস্ট হাউজ, রেস্ট হাউসগুলো সাজিয়ে রাখা হয়েছে পর্যটকদের জন্য। এ‌দি‌কে বিজয় দিবস উপল‌ক্ষে বৃহস্প‌তিবার (১৬‌ডি‌সেম্বর) এক‌দিন পর্যটক‌দের জন‌্য জেলা প্রশাসন প‌রিচা‌লিত মেঘলা, নীলাচল পর্যটক‌দের বিনামূ‌ল্যে প্রবেশের সু‌যোগ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে।

স‌রেজ‌মি‌নে ঘু‌রে দেখা গে‌ছে, যান্ত্রিক জীবনের নানা কর্মব্যস্ততার ফাঁকে বিজয় দিব‌সের টানা ৩‌ দি‌নের ছুটিতে অবকাশ যাপনে প্রাকৃতিক সৌন্দর্য্যর নীলাভূমি খ্যাত নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, বগালেক, মেঘলা, রিজুক ঝর্ণাসহ বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভীড় জমাচ্ছে পর্যটকেরা। এখানে রয়েছে চিম্বুক নীলাচলের বিস্তির্ণ পাহাড়, আকাশ ও মেঘের মিতালী, ঝরঝড়ি ঝর্ণা-রিজুকসহ অসংখ্য ঝর্ণাধারা, মেঘলার ঝুলন্ত সেতুসহ নজরকাড়া-মনোমুগ্ধকর পর্যটন স্পট। এ‌দি‌কে মেঘলা ও নীলাচ‌লে বিনা টি‌কে‌টে প্রবেশ কর‌তে পে‌রে অত‌্যান্ত খু‌শি পর্যটকরা।

এ বিষ‌য়ে বান্দরবা‌নে বেড়া‌তে আসা পর্যটক নুসরাত ফা‌রিহা ব‌লেন, বান্দরবান বেড়া‌তে এ‌সে‌ছি অ‌নেক বছর পর। ক‌রোনাকালীন লকডাউ‌নে কোথাও বেড়া‌তে পা‌রি‌নি। আজ এখা‌নে বেড়া‌তে এ‌সে অতী‌তের সব কষ্ট নি‌মি‌ষেই দূর হ‌লে গে‌ছে। আস‌লেই অত‌্যান্ত সুন্দর দৃশ‌্য এখা‌নে।

বান্দরবা‌নের আ‌রেক পর্যটক আবুল হাসনাত বিন জাফর ব‌লেন, বান্দরবা‌নে আজ‌কে বেড়া‌তে এ‌সে‌ছি। এখানকার প্রাকৃ‌তিক প‌রি‌বেশ দে‌খে ভাল লাগ‌ছে। আজ‌কের দি‌নে মেঘলা নীলাচল আমা‌দের জন‌্য ফ্রি ক‌রে দি‌য়ে‌ছে তাই আজ‌কে আ‌রো ভাল লাগ‌ছে। এজন‌্য প্রশাসন‌কে ধন‌্যবাদ জানাই।

প‌রিবার নি‌য়ে বেড়া‌তে আসা মো. জাফর ব‌লেন, আ‌মি আজ‌কে আমার স্ত্রী ও দুই সন্তান‌কে নি‌য়ে বান্দরবান বেড়া‌তে এ‌সে‌ছি। এখানকার ম‌নোরম দৃশ‌্য দে‌খে আমার প‌রিবা‌রের সবাই সন্তুষ্ট। আস‌লেই অ‌নেক সুন্দর বান্দরবা‌নের পাহাড় ও চারপা‌শের দৃশ‌্য। আমরা সবাই মুগ্ধ।

বান্দরবান ট‌্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, ১৬ ই ডিসেম্বর টানা ৩ দিনের ছুটি থাকায় পর্যটকদের ঢল নাম‌ছে পর্যটন নগরী বান্দরবানে। পর্যটকরা যাতে নিরাপদে ঘুরে বেড়াতে পারে সেজন্য প্রতিটি পর্যটন স্পটে ট‌্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন আ‌ছে। এছাড়া সাদা পোষাক ধারী পুলিশ সদস্যরাও নিয়োজিত আ‌ছে। আশা করি এতে পর্যটকরা নিরাপদে ভ্রমন করতে পারবে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি ব‌লেন, বান্দরবানের সৌন্দর্য্য দেখতে বছরের প্রায় সময়ই পর্যটকের আগমন ঘটে। ১৬ ডিসেম্বর টানা ৩‌ দি‌নের সরকারী ছুটি থাকায় পর্যটকের আগমন আরও বে‌ড়ে‌ছে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্র গুলোতে প্রবেশ মুল্য ফ্রি করে দেয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। কোন রকম প্রবেশ ফি ছাড়াই আজ ১ দিন সব দর্শনার্থীরা পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবে।

উন্নত সড়ক ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বান্দরবানে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপচেপড়া ভিড়, তিন দিনের ছুটি, পর্যটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন