parbattanews

তিন দিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত

Pic 1

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

তিন দিনের টানা বষর্ণ আর পাহাড়ি ঢলে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত মঙ্গলবার থেকে টানা তিন দিনের বষর্ণের কারনে দীঘিনালা উপজেলার বিভিন্ন স্থানের নিচু এলাকা ডুবে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

সরেজমিনে দীঘিনালা সদরের কিছু অংশ, জামতলির (মায়াফাপাড়া, ব্রিকফিল্ড), বোয়ালখালী (পুরাতন বাজার), বেতছড়ির একাংশ, মেরুং’র হাজাছড়া, চিটাইংগা কলনি, পূর্ব বাচা মেরুং, বাবুছড়ার একাংশ, কবাখালীর একাংশের এলাকাগুলোতে বন্যার পানি ঢুকতে দেখা গেছে। বিশেষকরে নদি পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্লাবিত এলাকাগুলোর ঘরবাড়ি, মৎস খামার, ধান্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢল আর বন্যার পানিতে ডুবে গেছে অনেক পুকুর। এছাড়া অনেকের ধানি জমি তলিয়ে যাওয়ায় পাকা ধানের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে।

এদিকে বেশকিছু এলাকায় পাহাড়ের ঢালুতে বসবাসকারীরা পাহাড় ধসেরও আশংকা করছে। কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও অনেক এলাকায় এখনো বন্যার পানি অপরিবর্তিত
রয়েছে।

Exit mobile version