parbattanews

তিন পার্বত্য জেলার উন্নয়নে পল্লীবন্ধুর ব্যাপক অবদান রয়েছে : অ্যাডভোকেট পারভেজ তালুকদার

রাঙ্গামাটি জেলার জাতীয় পার্টির আহ্বাক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেছেন, তিন পার্বত্য জেলার উন্নয়নে পল্লীবন্ধুর ব্যাপক অবদান রয়েছে। পার্বত্য জেলার উন্নয়নে সূঁতিকাগার পার্বত্য জেলা পরিষদ তার হাতে গড়া এবং তার হাতে গড়া এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রাম বাংলাতে লেগেছে উন্নয়নের ছোঁয়া। এমনকি দেশে উপজেলা পদ্ধতিও তার অবদান। বাংলাদেশকে নতুনভাবে উন্নয়নের মডেল হিসেবে উপস্থাপন করেছেন পল্লীবন্ধু এরাশাদ।

শুক্রবার (১ জানু ২০২১) বিকেলে রাঙ্গামাটি শহরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট সম্মেলন কক্ষে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক সুলাল সেন, যুব সংহতি সমিতির সভাপতি চন্দন বড়ুয়া, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এসকে সাইফুল, জেলা জাপার মহিলা বিষয়ক সভানেত্রী রওশন আরা প্রমুখ।

সভা শেষে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

Exit mobile version