parbattanews

তিন পার্বত্য জেলায় পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা হরতাল খাগড়াছড়িতে চলছে

hartal pic

খাগড়াছড়ি প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর ৮ মে ঢাকা পার্বত্য কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে তিন পার্বত্য জেলা থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণা ও ২০০১ সালের ভূমি আইন পূনঃবিবেচনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধা হরতাল খাগড়াছড়িতে চলছে।

হরতাল চলাকালে শহর থেকে কোন প্রকার দুর পাল্লার যানবাহন ছেড়ে যাইনি। শহরের সব ধরনের দোকান পাঠ বন্ধ ছিল। শহরে পিকেটাররা ছিল সক্রিয়। শহরে হরতাল কারীরা বিক্ষোভ মিছিল বের করে।

খাগড়াছড়ির সদর থানার অফিসার্স ইনচার্জ(ওসি)মোঃ সামশু উদ্দিন ভূইয়া জানান শান্তিপূর্ণ ভাবে হরতাল চলছে। হরতাল চলাকালে দুর পাল্লার কোন যান বাহন চলাচল করছে না। জেলা শহর ও গুরুত্বপূর্ণ এলাকা পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version