parbattanews

তিন পার্বত্য জেলায় পাহাড়ী ছাত্র পরিষদের ডাকে ছাত্র ধর্মঘট চলছে

স্টাফ রিপোর্টার:
তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাহাড়ী ছাত্র পরিষদের ডাকে ছাত্র ধর্মঘট চলছে। বুধবার সকাল থেকে রাঙামাটির সরকারী কলেজ, মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন কর্মসূচী পালন করছে। শিক্ষার্থীদের ক্লাশ বর্জন এর কারনে কোথাও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। তবে শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে শহরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে অন্য দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানেও এ ধর্মঘট পালিত হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে সন্তু লারমার ঘোষীত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী ছাত্র পরিষদের ডাকে ছাত্র ধর্মঘট কর্মসূচী পালন করছে। গত বুধবার এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচী ঘোষনা করেন সংগঠনটি।

Exit mobile version