Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানদের সমঅধিকার আন্দোলনের শুভেচ্ছা

nb

প্রেস বিজ্ঞপ্তি:
তিন পার্বত্য জেলা পরিষদ, যথাক্রমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি মারমা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা কে বৈসাবি ও বাংলা নববর্ষের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পার্বত্য চট্রগ্রাম সমঅধিকার আন্দোলন।

বুধবার (১৫ এপ্রিল) বৈসাবি ও বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে এক অভিনন্দন পত্রের মাধ্যমে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানায় সমঅধিকার আন্দোলনের নেতৃবৃন্দ।

অভিনন্দন পত্রে বলা হয়, ‘শ্রদ্ধাভাজন, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দেশের এক ও অবিচ্ছেদ্য অঙ্গ পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশের এক দশমাংশ বেষ্টিত পাহাড়ের ৫০৯৩ বর্গমাইল ভূমিতে বসবাসকারী সকল উপজাতি ও বাংলাভাষী জনগোষ্ঠির মধ্যে ঐক্য, শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং সকলের সাংবিধানিক সমঅধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আগামী দিনগুলোতে আপনারা উত্তরোত্তর অগ্রনী ভূমিকা রাখবেন বলেই আমরা আশাবাদী। বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা যাতে আরো ঐক্যবদ্ধ হতে পারি, সেজন্য চাই আপনার নেতৃত্ব, নির্দেশনা, পরামর্শ ও আশীবার্দ।’

‘আপনার নেতৃত্বে পার্বত্য জেলা পরিষদ পাহাড়ের সকল মানুষের কল্যাণে আরো সফল হোক- এই কামনা করি। সমঅধিকার আন্দোলন আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সার্বিক সাফল্য কামনা করছে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন