parbattanews

বাংলাদেশী তিন চাকমা যুবককে আটক করেছে ত্রিপুরা পুলিশ

গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক, পার্বত্যনিউজ, ঢাকা:
অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সন্দেহজনক কাজে লিপ্ত থাকার অভিযোগে ভারতের দক্ষিণ ত্রিপুরার গোমতি জেলার বৈরাগি দোকান থেকে বাংলাদেশী তিন চাকমা যুবককে গ্রেফতার করেছে নতুন বাজার পুলিশ স্টেশন। গ্রেফতারকৃত যুবকদের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় বলে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে।

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত্রে নতুন বাজার পুলিশ স্টেশনের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল মিঠু চাকমা নামের স্থানীয় এক ব্যক্তির বাড়ি তল্লাশী করে এ যুবকদের আটক করা হয়। এসময় বাড়ির মালিক মিঠু চাকমাকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো নয়ন চাকমা(২৩), বিহবন চাকমা(২৬) এবং ডি চাকমা(২৬)। এদের মধ্যে নয়ন চাকমা ও বিহবন চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায় এবং ডি চাকমার বাড়ি রাঙামাটি জেলায়। তারা সকলে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলো।

প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, গ্রেফতারকৃতরা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সাথে লড়াইরত ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র সক্রিয় সদস্য এবং তাদের হয়ে গোয়েন্দাবৃত্তির কাজে নিযুক্ত ছিলো।

Exit mobile version