parbattanews

তুমব্রু’র ওপারে গুলির শব্দে এপারে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু পয়েন্টের মিয়ানমার অভ্যন্তরে গুলির শব্দে আতংকিত রয়েছে বাংলাদেশের এপারের মানুষ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে শতাধিক রাউন্ড গুলির শব্দ শুনা যায়। গুলির শব্দ ভেসে আসা এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কয়েকটি ক্যাম্প রয়েছে বলে ইতোপূর্বে পালিয়ে আসা রোহিঙ্গারা জানিয়েছেন। তবে কি কারনে সেখানে গুলাগুলি হয়েছে তা জানা যায়নি।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর জানান, মিয়ানমারের ভিতরে শতাধিক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা গেছে। এই ধরনের গুলির শব্দে স্বাভাবিকভাবে সীমান্তের মানুষ আতঙ্কে থাকে।

এদিকে গোলাগুলির শব্দে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল জানান, তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মঙ্গলবার ভোরে কি কারণে গুলি বর্ষণ করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এই বিষয়ে মিয়ানমার সীমান্তরক্ষীর সাথে যোগাযোগ করা হবে। এদিকে এই ঘটনার পর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সতর্ক টহলে রয়েছে।

Exit mobile version