parbattanews

তুমব্রু নো-ম্যান্স ল্যান্ড থেকে মিয়ানমারকে সরে যেতে বললেন বিজিবি

ঘুমধুম প্রতিনিধি:

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নোম্যান্স ল্যান্ডে মিয়ানমারের সেনারা ভারি অস্ত্র সরঞ্জাম নিয়ে অবস্থান করায় তাদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

শুক্রবার(১মার্চ) সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)  জানায়, বৃহস্পতিবার সীমান্তে ভারি অস্ত্র সরঞ্জাম নিয়ে অবস্থান নেয় মিয়ানমারের শতাধিক সেনা। একইসঙ্গে সেখানে আশ্রয় নেয়া প্রায় ৬ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থীকে সরে যাওয়ার হুমকি দেয় তারা। এর পরপরই মিয়ানমারের সেনাদের সরে যেতে অনুরোধ জানায় বিজিবি।

একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে দেশটির বিজিপি’র সঙ্গে বৈঠকের আহ্বান জানান তারা। তবে এতে কোন ধরনের সারা না দিয়ে নানা টালবাহানা করছে সীমান্তে অবস্থানরত মিয়ানমার সেনারা।

সম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষ অভিযোগ করে গত আগস্টে দেশটির পুলিশের ওপর হামলাকারীরা সীমান্তের শিবিরে আশ্রয় নিয়েছে।

Exit mobile version