মিয়ানমারের স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত, আহত ১

fec-image

বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম তুমব্রু সীমান্তে ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে শূন্যরেখায় আশ্রিত ওমর ফারুক (১৫) নামে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরো একজন রোহিঙ্গা যুবক। রবিবার (২ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক (১৫) তুমব্রু শূন্যরেখার কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের ৩নং ব্লকের মো. আইয়ুবের ছেলে। আহত সাহাবুল্লাহ (২৮) রোহিঙ্গা একই রোহিঙ্গা ক্যাম্পের ১০নং ব্লকের আবুল হোসেনের ছেলে।

রোহিঙ্গা নেতা দীল মোহাম্মদের ঘনিষ্ট হিসেবে পরিচিত আবদুল কালাম জানান, রবিবার (২ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার সময় ৩৪ বিজিবি’র অধীনস্থ তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মধ্যবর্তী শূন্য লাইন হতে আনুমানিক ১.৫ কি. মি. পূর্বে মিয়ানমারের ২ বিজিপি’র কোনার পাড়া পোস্ট হতে আনুমানিক ১.৫ কি. মি. পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের দুইজন রোহিঙ্গা গুরতর আহত হয়। পরবর্তীতে আহত দুইজনের মধ্যে ১ জন নিহত হন বলে জানা যায়।

রবিবার (২ অক্টোবর) সকাল ১১টায় নিহত রোহিঙ্গা কিশোরকে কোনার পাড়া আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পের পাশে কবরস্থানে দাফন করা হয়। দাফনের বিষয়টি নিশ্চিত করেন ১০নং ওয়ার্ড মাঝি।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি কোনার পাড়ার রোহিঙ্গা স্থলমাইন বিস্ফোরণে নিহত হওয়ার খবরটি শুনেছেন। মাইন বিস্ফোরণে তার দুই পা উড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায় বলে জানান তিনি।

উল্লেখ্য যে, উক্ত দুইজন রোহিঙ্গা চোরাই পথে মিয়ানমার হতে সিগারেট এবং কফি আনতে গিয়ে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক স্থাপন করা ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে দুই আহত হয় ও পরবর্তীতে এদের মধ্যে একজন নিহত হয়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে চোরাই গরু আনতে গিয়ে সীমান্তের হেড়ম্যান পাড়ার যুবক অন্ন্যাই তঞ্চঙ্গ্যা (২৮) নিহত হয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, নিহত, স্থলমাইন বিস্ফোরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন