parbattanews

ত্রাণ নিয়ে অনিয়ম করলে কেউ রেহাই পাবেনা: মন্ত্রী মায়া

maya (1)

কক্সবাজার প্রতিনিধি:

ত্রাণ ও দূর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেছেন, ত্রাণ নিয়ে যদি কেউ অনিয়ম ও ছিনিমিনি করে তাদের কেউ রেহাই পাবেনা।

রবিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, রামুর গর্জনিয়া ও টেকনাফের বিভিন্ন দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ কালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোরা’য় আক্রান্তরা কেউ না খেয়ে থাকবেনা। তাদের প্রত্যেকের খাবার দাবার এবং স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। এ সময় মোফাজ্জল হোসেন মায়া দূর্গতদের ধৈর্য্য ধরে সরকারি সহায়তা গ্রহণ করার আহ্বান জানান।

ত্রাণ বিতরণ কালে মন্ত্রীর সাথে স্থানীয় এমপিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবিবারও মন্ত্রী’র মহেশখালীসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে।

Exit mobile version