parbattanews

ত্রান বিতরণকালে রোহিঙ্গা সমস্যা সমাধানে ৩ উদ্যোগের কথা বলেন হাসানুল হক ইনু এমপি

 

কক্সবাজার প্রতিনিধি:

জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় রাজাকার, জামায়াত ও বিএনপি চক্র বাদ দিয়ে সমগ্র দেশবাসী এবং বিশ্ববাসী শেখ হাসিনার শান্তি ও সমাধানের উদ্যোগের পাশে ঐক্যবদ্ধ।

তিনি বলেন, রোহিঙ্গা উদ্বাস্তু সমাধানে তিন উদ্যোগ হলো- শেখ হাসিনার শান্তির উদ্যোগ, গণমাধ্যমের বলিষ্ঠ উদ্যোগ এবং কুটনৈতিক উদ্যোগ। এই তিন উদ্যোগের মধ্য দিয়েই রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা খুঁজে বের করতে পারব।

জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির নেতৃত্বে ১৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ দুপুর দুইটায় বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ১০ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরন শেষে বেলা সাড়ে তিনটায় কুতুপালং রেজিষ্টার্ড রোহিঙ্গা স্মরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আকতার এমপি, কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা এড. রবিউল আলম, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য্য জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসাইনসহ অনেকে।

Exit mobile version